সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: যুব জমিয়ত বাংলাদেশ দিরাই উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন বৃহস্পতিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। শাখা সভাপতি মাওলানা আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি শায়খ মাওলানা আব্দুল বছির। মুফতি সিরাজুল ইসলাম ও মাওলানা তারেক আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী, যুব জমিয়তের জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সাইদুর রহমান, দিরাই উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মাহবুবুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা জুবায়ের খান মাফিক, মাওলানা হেলাল আহমদ, হাফিজ মাওলানা হাবিবুর রহমান, দিরাই পৌর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আরাকান আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা শাব্বির আহমদ ও মাওলানা জাবের আহমদ চৌধুরী প্রমুখ।
পরে মাওলানা আবিদুর রহমানকে সভাপতি ও মাওলানা তারেক আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে উপজেলা যুব জমিয়তের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন যুব জমিয়তের জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সাইদুর রহমান। প্রধান অতিথির মোনাজাতের মাধ্যমে কাউন্সিল অধিবেশনের কাজ সমাপ্ত ঘোষণা করা হয়।