সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুরে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বাংলাদেশ সরকার ১৯৭২ সনে জাতিসংঘ কনভেনশনে স্বাক্ষর করলেও এখনো আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেয়নি। এটা দুঃখজনক। অথচ পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাকসহ বিভিন্ন দেশ তাদের আদিবাসীদের স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের আদিবাসীরা সার্বিক ক্ষেত্রে বৈষম্যের স্বীকার উল্লেখ করে বক্তারা বলেন, আদিবাসীদের উন্নয়নে সরকারকে আন্তরিক হতে হবে। বুধবার বিকেলে তাহিরপুর উপজেলার চানপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এ উপলক্ষে আদিবাসী দিবস উদযাপন কমিটি চানপুর বাজারে বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি বাজার প্রদক্ষিণ করে চানপুর উচ্চ বিদ্যালয়ে এসে আলোচসভায় মিলিত হয়। আলোচনাসভা শেষে আদিবাসী সম্প্রদায়ের তরুণ তরুণি-শিশু-কিশোর তাদের নিজেদের সংস্কৃতি তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক উপস্থাপনায়।
আদিবাসী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য সূষমা জাম্বিলের সভাপতিত্বে ও সায়মন সাংমার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাদাঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জুনাব আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, আদিবাসী নেতা ইলিমেন্ট হাজং, সাংবাদিক শামস শামীম, ইউপি সদস্য স¤্রাট মিয়া প্রমুখ।
আলোচনাসভা শেষে আদিবাসী সম্প্রদায়ের তরুণ-তরুণিদের মধ্যে রূপা দীব্রা, ডলি দীব্রাসহ তরুণিরা নাচ ও গান পরিবেশন করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন এলাকার বিশিষ্ট আদিবাসী নারী নেত্রী মেরিনা দীব্রা।