শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : সচরাচর খুব একটা চোখে পড়ে না এই প্রাণীটিকে। তাই এটিকে একেবারে বিরল প্রাণীই বলা যেতে পারে। শেষ কবে এটির দেখা পাওয়া গিয়েছিলো মনে করতে চাইলে একেবারে রেকর্ডবুক খুলে বসে যেতে হবে। প্রাণীটির নাম মিগালু। তিমি মাছের মধ্যে আলবিনো অর্থাৎ বিরল প্রজাতির সাদা তিমি। বহু বছর পর দেখা পাওয়া গেলো অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টেই ১৯৯১ সালে প্রথম এই প্রজাতির তিমির দেখা মিলেছিল। সি ওয়ার্ল্ড মেরিন সায়েন্সের ডিরেক্টর ট্রেভর লং জানান, এই ধরণের স্তন্যপায়ী সাদা তিমি মাছ ‘সন অফ মিগালু’ নামে পরিচিত। ট্রেভর জানান, অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে দেখা যাওয়া এবারের সাদা তিমিটির বয়স মাত্র ৫ বছর।