বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জামালগঞ্জ ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান চৌধুরী শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের সম্মাননা প্রদান বোর্ডে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন। জানা যায়, জামালগঞ্জ ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান চৌধুরীর কাছে পত্র মারফত জানানো হয়েছে আগামী ২৭ অক্টোবর শুক্রবার বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবি সমিতির মিলনায়তনে অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরেবাংলা একে ফজলুল হকের ১৪৪তম জন্ম বার্ষিকীতে তাকে এই পুরষ্কার প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান চৌধুরী ১৯৯২ সনে ১৭ নভেম্বর জামালগঞ্জ ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ওই কলেজে যোগদানের পূর্বে তিনি ব্র্যাকের পৃষ্ঠপোষকতায় গঠিত কেন্দ্রীয় শ্রমজীবি সংগঠনের সচিব হিসেবে পেশাগত দায়িত্ব পালন করেন। পরে তিনি সিলেটের শায়েস্তাগঞ্জ কলেজে প্রভাষক হিসেবে ১৯৮৬ সনে যোগদান করে ১৯৯২ সন পর্যন্ত দায়িত্ব পালন করেন। জামালগঞ্জ ডিগ্রি কলেজে যোগদানের পর তার দক্ষতা, মেধা ও একান্ত প্রচেষ্ঠায় ওই কলেজকে ডিগ্রি কলেজে রূপান্তরিত করেন। উচ্চ মাধ্যমিক স্থলে বিজ্ঞান বিভাগ চালু করেন। সাথে সাথে পরিসংখ্যান ও ইসলাম বিষয়ে চালুর পর রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস বিষয়ে অনার্স কোর্স চালু করেন। জামালগঞ্জে ডিগ্রি পরীক্ষা কেন্দ্র স্থাপনসহ কলেজটি সরকারি করণের সর্বশেষ পর্যায়ে কলেজের স্থাবর-অস্থাবর সম্পতি সরকারের অনুকুলে দানপত্র দলিল (ডিড অফ গিফ্ট) সম্পন্ন করেন। বর্তমানে জামালগঞ্জ ডিগ্রি কলেজ সরকারি গেজেটের অপেক্ষা আছে। তার অনুপ্রেরণা ও দক্ষতায় জামালগঞ্জ কলেজটি এখন পরিপূর্ণতায় রূপ নিতে যাচ্ছে। সম্মাননা পদকে মনোনীত হওযায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনিরুল হাসান, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মনিসর চৌধুরী, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুর হাশেম, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এডভোকেট আসাদ উল্লাহ সরকার, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহবায়ক বীরমুক্তিযোদ্ধ ইউসুফ আল আজাদ, বেহেলী ইউপি চেয়ারম্যান অসিম কুমার তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান মোঃ দুলার মিয়া, সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালকদার সাজিব, উত্তর ইউপির চেয়ারম্যান মোঃ রজব আলী তালুকদার, উপজেলা মহিলা পরিষদ সভানেত্রী শেখ আয়শা বেগম, নিরাপদ সড়ক চাই-এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, সাংবাদিক ফোরাম সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রইছুজ্জামান প্রমুখ তাকে অভিনন্দন জানান।