সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার: সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়ে ১লা নভেম্বর থেকে শুরু হওয়া এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা কেন্দ্র হিসেবে মনোনীত হয়েছে৷ বিদ্যালয় সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ সামছুল ইসলামের স্বাক্ষরিত গত ৩১ আগস্ট এক পত্রের মাধ্যমে ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়টিকে জেএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে মনোনীত করেন৷ যার স্মারক নং-সিশিবো/পনি/পরীক্ষা কমিটি/৫০০০/০৬/২০১৭/১৯৭৷
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফ উদ্দিন জানান, এ বছর অনুষ্ঠিতব্য জেএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়টি মনোনীত হওয়ায় এলাকার সুনান বৃদ্ধি পেয়েছে৷ এজন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা কমিটি বোর্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান৷