বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ সুনামগঞ্জের ২০ নেতাকে নিয়ে সিলেট ফোরচুন গার্ডেন হোটেলে নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে জনগণ, নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ৩ দিন ব্যাপী কর্মশালা সমাপ্ত হয়েছে। রোববার ১২ নভেম্বর থেকে ১৪ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত সিলেট ফোরচুন গার্ডেন হোটেলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সুশীল সমাজ, সাংবাদিক, তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশায় প্রশিক্ষণ প্রদান করেন দি হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম অফিসার তুহিন আফসারী, দি হাঙ্গার প্রজেক্টের সেচ্ছাব্রতী প্রশিক্ষক মাহমুদুল হক ফয়েজ, দি হাঙ্গার প্রজেক্টের সেচ্ছাব্রতী প্রশিক্ষক মেছবাহ উদ্দীন, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ আব্দুল হালিম, ডেনোক্রেসী ইন্টারন্যাশনালের সুদিপ্ত। কর্মশালায় উপস্থিত ছিলেন জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নূরুল হক, পুর্বপাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দর্গাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন, পশ্চিম বীরগাও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ সুনামগঞ্জ শাখার সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সাধারণ স¤পাদক আতাউর রহমান, সদর উপজেলার সাবেক সাধারণ স¤পাদক তেরাব আলী, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নূর হোসেন, জাতীয়তাবাদী বিএনপির উপজেলা কমিটির সহ-সভাপতি ইলিয়াছ মিয়া, সাধারণ স¤পাদক ও পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমীন, যুগ্ম-স¤পাদক জিয়াউর রহমান, সাংঠনিক স¤পাদক আবুল কাশেম, বিএনপি নেতা রিপন মিয়ান তফজ্জুল হোসেন কিবরিয়া, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন মিয়া, সাধারণ স¤পাদক শফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ সুজন-এর সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ প্রমূখ। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ প্রধান করেন দি হাঙ্গার প্রজেক্টের প্রশিক্ষকবৃন্দ।