শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
জিয়াউর রহমান: আল্লামা শায়খ আব্দুল গণী রহ. প্রতিষ্ঠিত মদীনাতুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসা এন্ড ইসলামিক কিন্ডারগার্টেনে রবিবার পরীক্ষায় A+ প্রাপ্তদের মাঝে বৃত্তিপ্রদান করা হয়। জামেয়া মুহাম্মদিয়া হাড়িকান্দী মাদ্রাসার নির্বাহী মুহতামিম, মদীনাতুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসার নায়বে মুহতামিম হাফিজ মাওলানা সিদ্দিকুর রাহমানের সভাপতিত্বে মাদরাসার হল রুমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন মদীনাতুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসা এন্ড ইসলামিক কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক হাফিজ মাওলানা জিয়াউর রহমান। তিনি বলেন, যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত উন্নত। মেধাবৃত্তি আয়োজনের মাধ্যমে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখছে। ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক এরকম আয়োজনের মাধ্যমে মেধা যাচাই করে পুরস্কৃত করলে তাদের মনোবল বৃদ্ধি পায়। প্রতি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের মাঝে বৃত্তিপ্রদান করায় কর্তৃপক্ষ অবশ্যই প্রশংসার দাবি রাখে। সভাপতির বক্তব্য তিনি বলেন আগামী প্রজন্মকে শুধু শিক্ষায় নয়, সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্তির জন্য নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি বলেন, আমরা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি। আর হতে চাই না। এজন্য ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদেরও আরো দায়ত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীন শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা জিহাদ উদ্দীন, মাওলানা গোলাম কিবরিয়া, কাজি মাওলানা আবুল হুসাইন ইমরান, মাস্টার আব্দুস সামাদ, হাফিজ আসলাম উদ্দীন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।