বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
আশরাফ আহমেদ, এম.সি কলেজ প্রতিনিধি: শতবর্ষের ঐতিহ্যে লালিত সিলেটের মুরারিচাঁদ কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন প্রফেসর আব্দুল কুদ্দুছ। বুধবার (৩ জানুয়ারী) দুপুরে তিনি এম.সি কলেজের নতুন উপাধ্যক্ষের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক তোতিউর রহমান, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আ.আ.ম রিয়াজসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। প্রায় চৌদ্দহাজার শিক্ষার্থীর এম.সি কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেয়া প্রফেসর আব্দুল কুদ্দুছকে ফুলের শুভেচ্ছা জানান কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, শিক্ষক পরিষদ, রোভার স্কাউটসহ কলেজের অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
২০১৫ সালের ফেব্রুয়ারী মাসে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব নেয়া এ অধ্যাপক বিভিন্ন সময়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। সপ্তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এ শিক্ষক ১৯৮৮ সালে সিলেট সরকারী আলিয়া মাদ্রাসায় প্রভাষক হিসেবে যোগদান করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা প্রফেসর অাব্দুল কুদ্দুছের গ্রামের বাড়ী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়।
উল্ল্যেখ্য, এমসি কলেজের প্রাক্তন নন্দিত উপাধ্যক্ষ প্রফেসর মুহাঃ হায়াতুল ইসলাম আকঞ্জি গত ১৮ ডিসেম্বর সিলেট সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ পদে বদলির অাদেশে ২১ডিসেম্বর বৃহস্পতিবার মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।