বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: সাম্প্রতিক ইতালি সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনটি সুখবর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে প্রথমেই বাংলাদেশ ফোর-জি’র যুগে প্রবেশের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এরপর আগামী মার্চে স্যাটেলাইট উৎক্ষেপণ এবং সবশেষ যুক্তরাজ্যের কার্গো নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানান। সোমবার বিকেল পৌনে ৪টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইতালি সফর নিয়ে লিখিত বক্তব্য শেষে তিনি ওই তিন সুখবর দিলেন। সফরে ইফাদের সঙ্গে দেশের উত্তর-পূর্বের ৬ জেলার ২৫ উপজেলার গ্রামীণ পিছিয়ে পড়া মানুষের অবকাঠামো ও বাজার উন্নয়নে ৯২ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি সই করার কথা উল্লেখ করেন।