মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
জিয়াউর রহমান
জগতে পাইনা খুঁজে বাজাতে কোন বীণা,
মানুুষ হয়ে মানুুষকে অপমান করে কত ঘৃণা।
অপরকে করতে তুচ্ছ ভাবেনা এক বার,
অহংকারে আছে ডুবে মানব সংসার।
বিবেকের কাছে আজ হয়ে পরাজিত,
আচরণ করে যেন হিং¯্র-পশুর মত।
মানুষের মাঝে দেখিনা কোন মানবতা,
ভুলে কি গেছে সবাই কুরআনের কথা।
বিভেদ করে নাই প্রভু ধর্ম আর জাত,
মানুুষকে বলেছেন আশরাফুল মাকলুখাত।
কেন তবে মানুষের মাঝে এত ভেদাভেদ এত তফাৎ,
ধর্মের দোহাই দিয়ে করছে কত আর্তনাদ।
ভুলে গেছে বিধাতাকে ভুলে গেল ধর্ম গুরু,
পিপড়ার মত চারদিকে মানব হত্যা করেছে শুরু।
লেখক: সংবাদকর্মী