শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন শরিষপুর গ্রামের সামাজিক সংগঠন `রাহমানীয়া নূরীয়া সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে ১০ রমজান রবিবার সংগঠনের সভাপতি ও উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা ফখরুল ইসলাম’র পবিত্র উমরা গমণ উপলক্ষে নিজ বাড়িতে এক দোয়া মাহফিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাওলানা ফখরুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন বারইগ্রাম ফুরক্বানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ নুরুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি ও সিলেট জেলা তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ আহমদ শাহান, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন, খেলাফত মজলিস বাংলাদেশ সিলেট ৩ জোন-এর পরিচালক মাওলানা সালেহ আহমদ, বারইগ্রাম মাদরাসার শিক্ষাসচিব মাওলানা নজির আহমদ, ৩নং ওয়ার্ড মেম্বার মুহাম্মদ আইয়ুব হোসাইন, সিলেট এমসি কলেজ’র প্রফেসর বদরুজ্জামান শিপন, বারইগ্রাম মাদরাসার শিক্ষক মাওলানা জামাল উদ্দিন, খেলাফত মজলিস নেতা মাওলানা শিহাব উদ্দিন, জামেয়া আয়েশা সিদ্দিকা মহিলা টাইটেল মাদরাসার শিক্ষাসচিব মাওলানা ফয়জুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি কে এম তাহমীদ হাসান, মাওলানা আনাউল হক, মাওলানা শুয়াইবুর রহমান, মোগলাবাজার ইউপি ছাত্র জমিয়তের সেক্রেটারি মুনাঈম আহমদ, জয়েন্ট সেক্রেটারি শামছুল ইসলাম, শহীদুল ইসলাম, ফয়জুল হক প্রমুখ।
মাহফিলে মাহে রমজানের গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনা মূলক আলোচনা রাখেন ও আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা শায়খ নুরুল ইসলাম পীর সাহেব বারইগ্রামী।