মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
সুনামগঞ্জে জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় ষোলঘর কাজী অফিসে জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সহসভাপতি আলহাজ্ব কাজী মাওলানা শাহেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক কাজী মাওলানা আব্দুস সামাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহসভাপতি কাজী মাওলানা সালেহ আহমদ, কাজী মাওলানা শারফুল বাশার, কাজী মাওলানা মাহমুদুর রহমান আযাদ, সাংগঠনিক স¤পাদক কাজী মাওলানা জমিরুল ইসলাম মমতাজ, যুগ্ম সাধারণ স¤পাদক কাজী মাওলানা আব্দুল মুকিত, কাজী মাওলানা ফখর উদ্দীন, কাজী মাওলানা সৈয়দ আহমদ, অর্থ স¤পাদক কাজী মাওলানা তাহির আহমদ, প্রচার স¤পাদক কাজী মোঃ নুরুল আজিজ চৌধুরী, সহসমাজসেবা স¤পাদক কাজী মাওলানা ফাইজুল করিম, সহদপ্তর স¤পাদক কাজী মাওলানা আব্দুল মতিন চৌধুরী, জামালগঞ্জ উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা হাদিউজ্জামান, শাল্লা উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আজিজুর রহমান, জেলা শাখার উপদেষ্টা ও দক্ষিণ সুনামগঞ্জ কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আইয়ূব আলী, সদস্য কাজী মাওলানা মফিদুর রহমান, কাজী মাওলানা নুরুল হক, দিরাই উপজেলা কাজী সমিতির সাধারণ স¤পাদক কাজী মাওলানা ফিরোজ আলী, দোয়ারাবাজার উপজেলা কাজী সমিতির কাজী মাওলানা নুরুন্নবী প্রমূখ। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।