মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার সকাল ১১টায় শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খামারখাল ব্রীজ সংলগ্ন এলাকায় এসে পুলিশী বাঁধার মুখে পড়ে এবং সেখানই সমাবেশে অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল লতিফ জেপি, নাদের আহমদ, জেলা কৃষক দলের সভাপতি আ ত ম মিছবাহ, যুবদলের সভাপতি আবুল মুনসুর মোঃ শওকত, আমানুল হক রাসেল, সহ-সভাপতি মোঃ সুজন আহমদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামুজ্জামান, সেক্রেটারী মুনাজ্জির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ফয়েজ আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ মোঃ ইউসুফ ফরহাদ, সাধারণ সম্পাদক আজিজুর রহমান সৌরভ, সাদিকুর রহমান স্বপন, মোমিত ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, আনোয়ার আলমসহ সংগঠনের নেতৃবৃন্দরা।
বক্তারা অবিলম্বে ফ্যাসিবাদী সরকারে ফরমায়েশী রায় প্রত্যাহার করাসহ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানান। আগামী একাদশ জাতীয় নির্বাচন একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে দেয়ার আহবান জানান।