মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলাই ইউনিয়ন চেয়ারম্যান আক্তার হোসেনের বিরুদ্ধে আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ এনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেছেন ৩নং ওয়ার্ড সদস্য আবদাল মিয়া ও ৮নং ওয়ার্ড সদস্য ইয়াহিয়া আহমেদ সুমন। মঙ্গলবার এ আবেদন করা হয়।
অভিযোগে তারা উল্লেখ করেন, সরকার কর্তৃক সব ধরণের বরাদ্দ প্রতিটি ওয়ার্ডে প্রয়োজন অনুযায়ী বণ্টন করার কথা থাকলেও বিগত ঈদুল আযহার ভিজিএফ ২০ কেজি করে চাল আমাদের ওয়ার্ডে তালিকা অনুযায়ী অনেককে দেওয়া হয়নি। যাদের দেওয়া হয়েছে
২০ কেজির স্থলে ১২ কেজি করে বিতরণ করে বাকী চাল আত্মসাৎ করা হয়েছে। চলমান অর্থ বছরে এলজিএসপির ১৬ লাখ ৫৭ হাজার তিন শত চোয়াত্তর টাকা বরাদ্দ থাকলেও ৩ ও ৮নং ওয়ার্ডে কোন বরাদ্দ নেই। এছাড়াও আশ্রয়াণ প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে গরীব মানুষের কাছ থেকে নগদ টাকা আদায় করা হচ্ছে। প্রকৃত গরীব মানুষকে ঘর না দিয়ে টাকার বিনিময়ে ধনী মানুষকে ঘর দেওয়া হয়েছে। সরকারী নলকূপ দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। পূর্ব পাগরা ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দাখিল হচ্ছে। তদন্তে অনেক অভিযোগ প্রমানিত ও হয়েছে। এ নিয়ে ইউনিয়নবাসীর মাঝে বিভিন্ন মূখ রোচক কথা শুনা যাচ্ছে।