মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে থানার আয়োজনে ‘কমিউনিটি পুলিশিং ডে’ চলাকালেই অনুষ্ঠান স্থলের অদুরে মাতলামী করার অপরাধে সজল বর্মন (৩২) নামে এক মাদকসেবীকে পুলিশ গ্রেফতার করেছে। পরবর্তীতে ওই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করেছেন।
সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পূর্ণেন্দু দেব তার কার্যালয়ে আদালত বসিয়ে ওই রায় প্রদান করেন। মাদকাসক্ত সজল উপজেলা সদরের মধ্য তাহিরপুর গ্রামের কানাই বর্মনের ছেলে।
থানা পুলিশ জানায়, উপজেলা পরিষদ চত্বরে রবিবার রাতে থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে’র অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান স্থলের কয়েক’শ গজ অদুরে সদর বাজারে রাত ৮টার দিকে সজল বর্মণ মাদকসেবন করে বেসামাল হয়ে সাধারন লোকজনকে উওপ্ত করতে থাকেন। বাজারবাসী খবর দিলে রাতেই মাদক সেবনরত অবস্থায় তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা ও ভ্রাম্যমাণ আদালতে ওই মাদকসেবীকে জরিমানার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।