সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
১৪ দলের সাথে বৈঠকের পর মহাজোটে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিকল্পধারা বাংলাদেশ ও বি. চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট।
মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ শেষে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও মাহী বি. চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন।
দুপুর ১টার দিকে আবদুল মান্নান ও মাহী বি. চৌধুরী সেখানে পৌঁছান। পরে তারা ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন।
এর আগে ১১ নভেম্বর রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যুক্তফ্রন্টেরও মহাজোটে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে, এখনো সিদ্ধান্ত হয়নি।