বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বাংলাদেশ বর্ডারগাট বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮-বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবি সুনামগঞ্জ ও ৫৮-বিএসএফ ব্যাটালিয়ন শিলং’র কমান্ডিং পর্যায়ে ওই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
তাহিরপুর সীমান্তের মেইন পিলার ১১৯৬-এর ৪ এস পিলারের জিরো লাইনের বরাবর লালঘাট গ্রাম সংলগ্ন কাঁটাতারের বেড়া ও সড়ক নির্মাণ সক্রান্ত বিষয়ে সৃষ্ট জটিলতা নিরসনে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে বিজিবির কমান্ডিং অফিসার জানান।
বৈঠকে ২৮-বিজিবির পক্ষে ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে. কর্ণেল মাকসুদুল আলম ও ৫৮-বিএসএফের পক্ষ্যে ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার এসএইচএন গাঙ্গুলী নেতৃত্ব প্রদান করেন।
বৈঠকে বিজিবির স্টাফ অফিসার মো. আজহারুল আলম, বিজিবির বীরেন্দ্রনগর কোম্পানী কমান্ডার, বালিয়াঘাট বিওপি কমান্ডার বিএসএফ’র স্টাফ অফিসার এস এইচ রবিন্দ্র সিং, স্টাফ অফিসার মুকেশ সিং, বাগলী বিএসএফ কোম্পানী কমান্ডার মুকেশ ইয়াদব, ইনেসপেক্টর আরসি বড়, ইনেসপেক্টর সিভি সিং, এস আই মঙ্গল কুমার, এস আই আনাদ, এস আই টি এন সিং প্রমুখ উপস্থিত ছিলেন।
২৮-বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মাকসুদুল আলম জানান, আন্তর্জাতিক সীমান্তরেখা আইন মেনে সড়ক নির্মাণ, মাদক, চৌরাচালান, নারী পাচার, সীমান্ত এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে দুই দেশের মধ্যে আলোচনা ভিত্তিত্বে সমাধানের লক্ষ্যে পতাকা বৈঠকে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে।