বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৩য় বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) আসনের দুই বারের সফল সংসদ সদস্য ও বর্তমানে সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।
এদিকে এম এ মান্নান ৩য় বারের মতো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোয়ন পাওয়ায় তাঁর কর্মী সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস দেখা দিয়েছে। তারা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করে এলাকার জনসাধারণকে জানান দিচ্ছেন নৌকার মাঝি এম এ মান্নান। তারা নৌকা প্রতীকে ভোটও চাচ্ছেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেওয়া শুরু হয়। নেতারা বলছেন, যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে। দুপুরে এম এ মান্নান নিজেই দলীয় কার্যালয় থেকে এই চিঠি গ্রহণ করেন।
এরপর এম এ মান্নানের নির্বাচনী এলাকায় (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) পৌঁছলে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করে।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন বলেন, এম এ মান্নান সাহেব একজন সৎ, স্বজ্জন রাজনীতিবিদ হওয়ায় এলাকায় অনেক কাজ হয়েছে, তিনি এলাকার উন্নয়নে অনেক কিছু করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা সঠিকভাবে মূল্যান করেছেন। আমরা শতভাগ আশাবাদী এবারের নির্বাচনে এলাকার জনগণ নৌকা প্রতীকে বিপুল ভোটে এম এ মান্নানকে বিজয়ী করে এলাকার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখবেন। তিনি বলেন, দলের অনেকেই মনোনয়ন পাওয়া জন্য চেষ্ঠা করেছেন, যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন, আমার বিশ্বাস সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করে জননেত্রী শেখ হাসিনাকে প্রতিবারের মতো এবারও নৌকা উপহার দেবেন।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান বলেন, এম এ মান্নানের মতো একজন সৎ, স্বজ্জন রাজনীতিবিদকে মাননীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন প্রদান করায় নেত্রীকে এলাকাবাসী ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের নেত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আমরাও নেত্রীকে এই আসন থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করে নৌকা উপহার দেব। তিনি বলেন, এম এ মান্নান একজন নির্লুভ মানুষ, যার কোন কিছুর প্রয়োজন নেই, তবে এই মানুষটিকে এলাকার প্রয়োজন আছে, তিনি এই এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে অনেক উন্নয়ন করেছেন। যা এই এলাকার মানুষ আগে কখন স্বপ্নেও কল্পনা করতে পারত না, সেই সকল কাজ এম এ মান্নান করেছে। তাই আমি মনে করি দলমত নির্বিশেষে এলাকার জনগণ অতীতের মতো এবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবেন।