মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্বাধীন ২৩ দলীয় জোটের বৈঠক শুক্রবার বেলা ১১টায় সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন ২৩ দলীয় জোট মনোনীত প্রার্থী মোঃ নাছির উদ্দিন চৌধুরী।
বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহকারি মহাসচিব ও ইউকে জমিয়তের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নাজিম উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুহিউদ্দিন কাসেমী, সহ-সাধারণ সম্পাদক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, হাফিয মাওলানা আরিফ আহমদ, মাওলানা আবিদুর রহমান, মাওলানা এমদাদুল হক আরকান, মাওলানা উবায়দুল হক চৌধুরী, উপজেলা বিএনপি নেতা আমিরুল ইসলাম, মোঃ কামরুল ইসলামসহ জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ।
সভায় অনুষ্ঠিতব্য আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট মনোনীত প্রার্থীর পক্ষে মাঠ পর্যায়ে কাজ করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।