রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জে জাতীয়পার্টির দুই শতাধিক নেতাকর্মী জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন কৃষকদলে যোগদান করলেন। রবিবার বিকেলে সদর উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ে মাঠে বিএনপি সমর্থিত ২৩ দলীয় জোট ঐক্যফ্রন্টের মনোনিত প্রার্থী সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া ও জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আ স ম খালেদের হাত ধরে নির্বাচনী সমাবেশে জাপার নেতাকর্মীরা জাতীয়তাবাদী কৃষক দলে যোগদান করেন।
জাপানেতা খুরশেদ আলম, আতিকুর রহমান, সাগর, উম্মেদ আলী, আজাদ মিয়া, মাহবুব আলম, কামাল হোসেনের নেতৃত্বে যোগদানকারি জাপার দুই শতাধিক নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করেন করেন বিএনপির নেতৃবৃন্দরা।
সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি উসমান গণির সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আকবর আলী, রেজাউল হক, নাদের আহমেদ, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত, বিএনপি নেতা ও রঙ্গারচর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, বিএনপি নেতা অ্যাডভোকেট কামাল হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহগ, জেলা ছাত্রদল নেতা ছাদিকুর রহমান স্বপন প্রমুখ।