শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার জামিয়া মোহাম্মদিয়া হাড়িকান্দীর ২ দিনব্যাপী শতবার্ষিকী আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনের শেষ দিন শুক্রবারে জামিয়া মাঠে জুমার নামাজে হাজির হয়েছিলেন বিভিন্ন শ্রেণী-পেশার লাখো মানুষ। দূর দুরান্ত থেকে আগত আলেম-ওলামা ছাড়াও জকিগঞ্জ উপজেলা সহ আশপাশের উপজেলার ধর্মপ্রাণ হাজার হাজার মানুষ। জুমার নামাজে ইমামতি করেন সৌদী আরবের মক্কাতুল মুকাররামার জামে আলী বিন আবি তালিব জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল্লাহ বিন সুলাইমান আত্ তাওবীবরী।
জুমার নামাজ উপলক্ষে হাড়িকান্দী জামিয়া ময়দানের মূল প্যান্ডেলের বাইরে মসজিদের ভিতরে, রাস্তা ঘাটে, জমিতে নিজেদের আনা চট ও জায়নামাজে নামাজ আদায় করেন মুসল্লিরা। প্রচন্ড রোদে মহান আল্লাহর স্তুতিতে রুকু ও সেজদায় মস্তক অবনত করেন তারা।
জুমার নামাজ শেষে জামিয়া থেকে প্রকাশিত শতবার্ষিকী স্মারকের মোড়ক উন্মোচন করেন সৌদী আরবের মক্কাতুল মুকাররামার জামে আলী বিন আবি তালিব জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল্লাহ বিন সুলাইমান আত্ তাওবীবরী।
শতবার্ষিকী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে বয়ান পেশ করেন হেফাজতে ইসলামের আমীর ও হাটহাজারী মাদ্রাসার সহকারি পরিচালক আল্লামা জুনাইদ বাবুনগরী, চট্রগ্রামের ড. আ,ফ.ম. খালিদ হুসাইন, মুফতি মুজিবুর রহমান চাঁদপুরী, জামিয়া দারুল হুদার মাওলানা সিরাজুল ইসলাম, ঢাকার মাওলানা রাফি বিন মুনির, শরিয়তপুরের মাওলানা আব্দুল খালিক, লন্ডনের মাওলানা শায়খ তরিকুল্লাহ, সিলেটের মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, লন্ডনের মাওলানা শুয়াইব আহমদ, হবিগঞ্জের মাওলানা শায়খ আলাউদ্দীন, মাওলানা হাফিজ নজমুদ্দীন ক্বাসিমী, লন্ডনের মুফতি আব্দুল মুনতাকিম, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান ও ঢাকার মুফতি রেজাউল করীম আবরার প্রমূখ।
শতবার্ষিকী মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি ও জামিয়ার মুহতামিম হাফিজ মাওলানা এনামুল হকের সার্বিক তত্বাবধানে ও সদস্য সচিব জামিয়ার নির্বাহী মুহতামিম হাফিজ মাওলানা সিদ্দিকুর রহমানের সার্বিক পরিচালনায় উপস্থিত ছিলেন মুনশী বাজার মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা মুকদ্দছ আলী, গাছবাড়ি জামেউল উলুম কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা বশীর উদ্দীন আহমদ, হাড়িকান্দী জামিয়ার শায়খুল হাদীস হাফিজ মাওলানা ফখরুল ইসলাম ও ছাহেব জাদায়ে জামুরাইলী মাওলানা ওলীউর রহমান সহ দেশ-বিদেশের প্রখ্যাত আলেম ওলামা ও বুদ্ধিজীবীগণ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দীন আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দীন আহমদ, জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার সহ স্থানীয় রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। সম্মেলনে হেলিকপ্টার নিয়ে অতিথিবৃন্দ আসলে পুরো এলাকায় আমেজ তৈরী হয়। এলাকার নারী, পুরুষ সহ সকল শ্রেণীর মানুষ এক নজর হেলিকপ্টার দেখতে জড়ো হন।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, অত্যন্ত শৃঙ্খলিতভাবে ২দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের অসুবিধা হয়নি মুসল্লিদের। ট্রাফিক সিস্টেম খুব কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করায় কোনো ধরনের যানজট সৃষ্ঠি হয়নি।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, শতবার্ষিকী ইসলামী মহাসম্মেলনে কোন ধরণের বিশৃংখলা এড়াতে কঠোর প্রশাসনিক নজরদারী ছিল। সব ধরণের বিশৃংখলা এড়াতে নানা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করে।