রবিবার, ১১ মে ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):
“স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আলোচনা সভায় মেডিকেল অফিসার ডাঃ নিয়াজ মুর্শেদ তালুকদারের সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিসর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (ওসি) জামালগঞ্জ থানা মোহাম্মদ সাইফুল আলম, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ নিয়াজ ইমরান, জামালগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার, সাবেক দপ্তর সম্পাদক কমান্ডার মো. রশিদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ।
স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল আহাদ, অঞ্জন পুরকায়স্থ, ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার স্থানীয় ভাবে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ’র শুভ উদ্বোধন ঘোষণা করেন।