শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
এতদ্বারা আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের সকল দাওরায়ে হাদীস মাদরাসার মুহতামিম সাহেবান, নাযিমে মারকায, মুহাফিজ ও পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দাওরায়ে হাদীসের চলমান পরীক্ষা নিয়ে উদ্ভুধ পরিস্থিতির কারণে এদারার জরুরি মজলিসে আমেলা নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আগামিকাল হতে এদারা প্রণীত প্রশ্নের মাধ্যমে পূর্বের রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে। ১লা মে বুধবার বিরতির দিনে আজকের স্থগিত বিষয় আবুদাউদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ৯.৩০ টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ৯টা থেকে ১২.৩০টা পর্যন্ত পরীক্ষা হবে।
উল্লেখ্য যে ইতিমধ্যে অনুষ্ঠিত বোখারি ২য় ও তিরমিজী ১ম খন্ডের পরীক্ষা বহাল থাকবে।
প্রেস বিজ্ঞপ্তি