শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের উদ্যোগে ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মাওলানা আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিয মাওলানা সাইদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আফসার উদ্দিন, জেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিয শাহিন আহমদ, প্রচার সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক এম আবুল কালাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাম্মাদ আহমদসহ যুব ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অন্যায়ভাবে মুসলিমদের হত্যা মেনে নেওয়া যায় না, বিশ্বমুসলিম নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে হুংকার দেওয়ার সময় এসেছে। রাব্বে কারীম বিশ্বের সকল মুসলিমদের হেফাজত করুন।