বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
আজ দুপুরে সিলেটে মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের ঝাঁকুনিতে জনমনে আতঙ্ক তৈরি হয়। এ সময় অনেকে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে বের হয়ে আসেন রাস্তায়। সোমবার বেলা ১টা ১০ মিনিটের দিকে এ ভূমিকম্পন অনুভূত হয়। সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্প রিখটার স্কেলে কত মাত্রায় ছিল তা এখনও জানা যায়নি। জানা যায়, সিলেটে হঠাৎ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে ভূকম্প শুরু হওয়ার পর নগরীর জিন্দাবাজারে বিভিন্ন মার্কেট ও অফিস থেকে আতঙ্কিত লোকজনকে রাস্তায় বের হয়ে আসতে দেখা যায়। এ সময় মার্কেটের ক্রেতারা ছোটাছুটি শুরু করেন।