সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাইয়ে ইলেকট্রিকের বিকল্প শক্তি হিসেবে সৌরশক্তি ব্যবহার করে এবার রিকশা চলাচল শুরু হল দিরাই পৌর শহরে। বিদ্যুতের সাহায্যে চার্জ না দিয়ে, রিকশার উপরি অংশে সোলার প্যানেল লাগিয়ে চার্জের মাধ্যমে রিকশা চলাচলে এখন জনসাধারণের মাঝে নতুন আগ্রহ সৃষ্টি হয়েছে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে যাত্রীরা বলেন, সৌর চালিত রিকশা চলাচলে সাধারণ জনগণ যাত্রী হয়রানি থেকে মুক্তি পাবে বলে মন্তব্য করেন।
গতকাল দুপুরে দিরাই থানা পয়েন্টে সৌরচালিত একাধিক রিকশা চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিরাই পৌরসভার জননন্দিত মেয়র মোশাররফ মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা, সুনামগঞ্জ জজ কোর্টের এপিপি এডভোকেট শহিদুল হাসমত খোকন, সাংবাদিক, রিকশা মালিক সমিতির সদস্যসহ বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ।