শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারি মহাসচিব, মারকাজুল উলূম মাদরাসা লন্ডনের প্রিন্সিপাল, আন্তর্জাতিক মুসলিম স্কলারস ফোরামের সদস্য ও জনপ্রিয় অনলাইন পত্রিকা ‘আমার সুরমা ডটকম’-এর উপদেষ্টা দিরাই উপজেলা করিমপুর নিবাসি ও লন্ডন প্রবাসি মাওলানা শুয়াইব আহমদের পিতা মোঃ রহমত আলী (৮৫) আজ রোববার দিবাগত রাত আটটায় দিরাই পৌরসভার আরামবাগ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আমার সুরমা ডটকম পরিবারের শোকপ্রকাশঃ
জনপ্রিয় অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকম পরিবারের পক্ষ থেকে জমিয়ত নেতা মাওলানা শুয়াইব আহমদের পিতার ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছেন জনপ্রিয় অনলাইন পত্রিকা ‘আমার সুরমা ডটকম পরিবার। তারা এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিদাতারা হলেন উপদেষ্টা দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, ড. মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ, মাওলানা আওলাদ হোসেন জগদলী, মাওলানা ফজলুল হক আমিনী, সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, আজীবন সদস্য মোঃ শাহ কামাল, হাফিয মাওলানা আরিফ আহমদ, মোঃ জানে আলম, স্টাফ রিপোর্টার সাইফ উল্লাহ, মাওলানা সুজায়াত আহমদ, মাওলানা আবিদুর রহমান, রায়হান চিশতী, সাইফুর রহমান, রাসেল মিয়া প্রমুখ।
এদিকে কেন্দ্রীয় জমিয়ত নেতা মাওলানা শুয়াইব আহমদের পিতার ইন্তেকালে গভীরভাবে শোকপ্রকাশ করেছেন দিরাই উপজেলা জমিয়ত নেতৃবৃন্দ।