শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
দিরাই উপজেলা ছাত্র জমিয়ত কর্তৃক আয়োজিত আজ ২৪ মে রবিবার বেলা ২টা থেকে দিরাই কলেজ রোডস্থ নিজস্ব কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাখা সভাপতি মাওলানা মোহাম্মদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল করিমের পরিচালনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার অর্ধশতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করেছে। উপস্থিত ছিলেন উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা নাজিমুদ্দিন তালুকদার, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাহার, আমার সুরমা ডটকম সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল বাছির সরদার, হাফিজ মাওলানা লোকমান আহমদ, উপজেলা জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা হেলাল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক, পৌর ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা হাসান আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।