সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীসহ পরিবারের মাকফেরাত কামনা করে অনুষ্টানের শুভ সূচনা অনুষ্টিত হয়।
শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সংযোগ শুভ উদ্ভোধন করেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। রবিবার দুপুরে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ শুভ উদ্ভোধনকালে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, প্রতিটি পরিবারে বিদ্যুৎতের আলোয় আলোকিত হবে। হাওরে ব্যাপক উন্নয়ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে। দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে ইনশাল্লাহু। ইসলামপুর, মশালঘাট, প্রকাশনগর, বেহেলী আলীপুর, উলুকান্দি, যতীন্দ্রপুরসহ ৬টি গ্রামের ১ হাজার ২৫টি পরিবারের মাঝে ৫ কোটি ৪২ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগ উদ্ভোধন উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেহেলী ইউনিয়নের চেয়ারম্যান অসিম চন্দ্র তালুকদার। জামালগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক ইকবাল আল আজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জামালগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী পরিচালক ও রক্ষাণা বেক্ষণ অফিসার আব্দুল বাসিদ, আওয়ামী লীগ নেতা আসাদ আল আজাদ, মো. ওয়ালী উল্লাহ সরকার, রিয়াজ উদ্দিন, মলি হোসেন, জেলা মৎস্যজীবী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, বেহেলী ইউপি যুবলীগের সভাপতি মো. তোফায়েল আহমেদ মাসুম।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংসদ সদস্যের একান্ত সচিব মো. বাবুল আখতার, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, ধর্মপাশা উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি মো. নুরুজ্জামান প্রমূখ।
এমপি রতন বলেন, শোকের মাস বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বাষিকী উদযাপন উপলক্ষ্যে ৬টি গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্ভোধন করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রাম প্রতিরক্ষা দেওয়া, ঈদগা, খেলার মাঠ, কবরস্থান অচিরেই উদ্ভোধন করা হবে। তাহিরপুর উপজেলা একটি সিমেন্ট কম্পানী স্থাপন করা হবে। সুনামগঞ্জ টু নেত্রকোণা উড়াল সেতুর নির্মাণ করা হবে। যার নাম করণ শেখ হাসিনার উড়াল সেতু সুনামগঞ্জ নামে ফাইল জমা হয়েছে। কাজ শুরু হবে ইনশাল্লাহু।