মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
শাইখুল ইসলাম সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানী রাহ.-এর বিশিষ্ট খলিফা, হযরত মাওলানা শায়খ লুৎফুর রাহমান বরুনী রাহ.-র বড় সাহেবজাদা, আন্জুমানে হেফাজতে ইসলামের আমীর, বরুণা মাদ্রাসার সদরে মুহতামিম, শায়খুল হাদিস মাওলানা শায়খ খলিলুর রাহমান সাহেব গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১:৪৫ মিনিটের সময় মৌলভীবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।আজ শুক্রবার বাদ জুমু’আ বরুণা মাদ্রাসা মাঠে হাজার হাজার জনতার অংশগ্রহনে অনুস্টিত হয়েছে।
এদিকে শায়খুল হাদিস মাওলানা শায়খ খলিলুর রাহমান সাহেব বরুণী রহ.-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইউকে জমিয়ত নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ শোক বার্তায় বলেন, শায়েখে বরুণী রহ. একজন দরদী অভিভাবক ছিলেন।তার ইন্তেকালে জাতির যে ক্ষতি হয়েছে, তা সহজে পুরণ হবার নয়। আমরা এক মূল্যবান রাহবার ও ছায়াস্থলকে হারালাম। দেশ জাতির যে কোন দুর্দিনে তাঁর পথনির্দেশনা ছিল আমাদের জন্য অমূল্য সম্পদ।
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হোসাইন, উপদেষ্টা হাফিজ শায়খ সৈয়দ ইমাম উদ্দীন, সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম, হাফিজ মাওলানা সৈয়দ তছদ্দুক আহমদ, মাওলানা ফখরুদ্দীন সাদিক, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা শাহ আমিনুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আওলাদ হুসেন জগদলী, জেনারেল সেক্রেটারী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আশফাকুর রহমান, মাওলানা শামসুল আলম ক্বিয়ামপূরী, হাফিজ মাওলানা আব্দুল হক, ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, সহকারী ট্রেজারার মুফতি মুতাহির সিদ্বিক, মাওলানা আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ আব্দুস সামাদ, মাওলানা আখতারুজ্জামান, হাফীজ জিয়াউদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা নাজমুল হাসান, সহকারী প্রচার সম্পাদক হাফিজ মাওলানা রশীদ আহমদ, আন্তর্জাতিক সম্পাদক হাফিজ মাওলানা ইলিয়াস, তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মুশতাক আহমদ, যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, মিডিয়া সেক্রেটারি মাওলানা খালেদ, প্রশিক্ষন সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ হোসাইন আহমদ, অফিস সম্পাদক মাওলানা ফখরুদ্দিন বিশনাথী, ওয়েলফেয়ার সেক্রেটারি সৈয়দ আরজু মিয়া প্রমুখঃ এক যৌথ বিবৃতিতে শায়েখে বরুণী রহ.-র আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত জনতা ও পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।