সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
গত ১৫ মার্চ দিরাইয়ে হেফাজতে ইসলামের সমাবেশে আমার সম্পৃক্ততা নিয়ে ফেইসবুকে ও সভা সমাবেশে কতিপয় লোক মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। যা মোটেও সত্য নয়। বিষয়টি আমার দৃষ্টি গোচরে আসায় আমি এর প্রতিবাদ জানাচ্ছি।
দিরাইয়ে হেফাজতে ইসলামের সমাবেশ হয় ১৫ মার্চ, আর আমি লন্ডনের উদ্দেশ্যে দিরাই থেকে বের হই ১৩ মার্চ। যেখানে আমি উপস্থিতই নয় সেই সমাবেশে আমাকে জড়িয়ে যারা বক্তব্য দিয়ে ফেইসবুকে প্রচার উদ্দেশ্য প্রনোদিত বলে আমি মনে করছি। আমি এই নির্জলা মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই। হেফাজতে ইসলাম একটি সংগঠন, এই সংগঠনের কোন কার্যক্রমের সাথেই আমার কোন সম্পর্ক নেই। সাংগঠনিকভাবে আমার পরিচয় একটাই, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সন্তান। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে দিরাই পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছি । আমি আওয়ামিলীগ পরিবারের সন্তান।
দিরাইয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে আমার পরিবার অন্যতম, যে পরিবারে রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান একাধিক বীর মুক্তিযোদ্ধা। তাই দলের সবার প্রতি আমার বিশেষ নিবেদন অপপ্রচার কান দিবেননা। সবাই ঐক্যবদ্ধ থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়নের ভিশন বাস্তবায়ে কাজ করি।