রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গত কয়েক মাস ধরে বেশ চাপের মুখে রয়েছে পাকিস্তান। এর মধ্যেই দেশটিতে বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি মোকাবেলায় এবার নিজেরাই এক ডোজের ভ্যাকসিন তৈরির ঘোষণা দিয়েছে পাকিস্তান। মঙ্গলবার দেশটির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মেজর জেনারেল আমির ইকরাম জানিয়েছেন তারা চীনের সহযোগিতায় দ্রুতই ভ্যাকসিন বানানোর কাজ শুরু করবে। -দ্য এক্সপ্রেস ট্রিবিউন
তিনি বলেন, চীনের ক্যানসিনোবায়ো ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেয়া প্রথম সারির দেশগুলোর মধ্যে ছিল পাকিস্তান। এখন চীনের কাছে ভ্যাকসিনটির প্রযুক্তি চেয়ে পাঠিয়েছে পাকিস্তান। আমির ইকরাম বলেন চলতি মাসেই ভ্যাকসিনের কাঁচামাল পাকিস্তানে পৌঁছাবে। আশা করছি, আমরা এপ্রিলের শেষে ভ্যাকসিন প্রস্তুত করতে কিছু ব্যবস্থা নিতে পারব। এর জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম ও রাসায়নিক সংগ্রহ করেছে এনআইএইচ।