বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
ফিলিস্তিনের নিরীহ ও নিরস্ত্র সাধারণ মানুষের উপর বর্বরোচিত ইসরাঈলী আগ্রাসনের বিরুদ্ধে সুনামগঞ্জের দিরাইয়ে পৌর জমিয়তের উদ্যোগে বাদ জুমআ থানাপয়েন্টে বিক্ষোভ মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম দিরাই পৌর শাখার আহ্বায়ক হাফিজ মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা ওবায়দুল হক চৌধুরীর সার্বিক পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন মাওলানা মুহিউদ্দিন কাসিমী, মাওলানা মুখতার হোসেন চৌধুরী, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা আহমদুল হক প্রমুখ।
এর আগে বাদ জুমআ পৌরশহরের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানাপয়েন্টে এসে মিলিত হয়।