শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সব জাহাজ আটক: বিশ্বজুড়ে নিন্দার ঝড় গাজা ফ্লোটিলায় হামলা ইসরাইলের ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ৬৯ নভেম্বর মাস থেকে টিসিবির পণ্য তালিকায় যোগ হবে পাঁচ পণ্য দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: আহত অর্ধশত দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন সম্পন্ন দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন আগামিকাল: প্রতি পদেই লড়াই হবে হাড্ডাহাড্ডি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের: আটক ১ দিরাইয়ে মাওলানা মুশতাক গাজীনগরীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নিখোঁজের ৩ দিন পর জমিয়ত নেতা মুশতাক গাজিনগরীর লাশ উদ্ধার ইউ.কে জমিয়ত সাউথ ওয়েস্ট ইংল্যান্ড শাখা গঠিত: অলিউর রহমান সভাপতি, আবদুর রহীম সেক্রেটারি

সব জাহাজ আটক: বিশ্বজুড়ে নিন্দার ঝড় গাজা ফ্লোটিলায় হামলা ইসরাইলের

amarsurma.com
সব জাহাজ আটক: বিশ্বজুড়ে নিন্দার ঝড় গাজা ফ্লোটিলায় হামলা ইসরাইলের

আমার সুরমা ডটকম ডেস্ক:

গাজামুখী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরাইলের হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এটিকে সন্ত্রাসী কর্মকা- হিসেবে আখ্যা দিয়েছে তুরস্ক। গাজামুখী ত্রাণ বহর আটকে দেয়ায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে স্পেন, ইতালি, জার্মানি, তুরস্ক ও গ্রিসসহ বহু দেশে। আর্জেন্টিনা, মেক্সিকো ও কলম্বিয়ায় রাস্তায় নেমেছে মানুষ।
গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে রওয়ানা দেয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা স্থানীয় সময় বুধবার গভীর রাতে ইসরাইলি বাধার মুখে পরে। বহরের বেশ কয়েকটি জাহাজ থামিয়ে তাতে উঠে পড়ে ইসরাইলি নৌ সেনারা। বন্ধ করে দেয়া হয় নৌযান থেকে চলা সরাসরি সম্প্রচার। পরে নৌযানে থাকা মানবাধিকার কর্মীদের আটক করে সেখানেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। আটককৃতদের মধ্যে আছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও। ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, গাজা সুমুদ ফ্লোটিলার ৪০টি জাহাজ আটক করা হয়েছে, যারা জাহাজে ছিলেন তাদের আটক করা হয়েছে এবং একের পর এক দল আশদোদ বন্দরে পৌঁছাবে, যেখানে নির্বাসন প্রক্রিয়া শুরু হবে। মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, তাদের ইউরোপে নির্বাসিত করা হবে। অবশ্যই, এই কর্মীদের কেউই ইসরাইলে প্রবেশের চেষ্টা করছিলেন না – তারা, যেমনটি আমরা রিপোর্ট করছি, গাজা এবং (এর) আঞ্চলিক জলসীমায় যাওয়ার চেষ্টা করছিলেন। গাজামুখী নৌযানে ইসরাইলি হস্তক্ষেপের কথা ফেসবুক লাইভে জানান ঐতিহাসিক মিশনটিতে প্রথম বাংলাদেশি হিসেবে অংশ নেয়া আলোকচিত্রী, শিল্পী ও সমাজকর্মী শহিদুল আলম। এদিকে ফ্লোটিলা নৌবহরকে বাধা দেয়া ও বেশ কয়েকজনকে আটকের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ব্রিটিশ লেবার পার্টির সাবেক নেতা এবং বর্তমানে ইয়োর পার্টির প্রধান জেরেমি করবিন এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। আর নৌবহরে বাধা দেয়া ও কয়েকজনকে আটক করাকে অপহরণ আখ্যা দিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কর্তৃপক্ষ।

গাজামুখি ত্রাণ বহর আটকে দেয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে ইতালিতে রাতেই দেশটির রাজধানী রোমের সড়কে নেমে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। দেশটির সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন আজ শুক্রবার ধর্মঘট ডেকেছে। এছাড়া বিক্ষোভ হয়েছে জার্মানি, তুরস্ক, গ্রিসসহ কয়েকটি দেশে।

ফিলিস্তিন : গতকাল আন্তর্জাতিক জলসীমায় গাজাগামী ত্রাণবহরকে লক্ষ্য করে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উপর ইসরাইলের আক্রমণ ও আগ্রাসনের নিন্দা জানিয়েছে ফিলিস্তিন রাষ্ট্র, যা আন্তর্জাতিক আইন ও নিয়মাবলী লঙ্ঘন করে, যার মধ্যে রয়েছে সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন, অন্যান্য মানবিক নীতিমালা এবং জাহাজে থাকা অংশগ্রহণকারীদের মানবাধিকার।’ মন্ত্রণালয় ৪৭০ জনেরও বেশি অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং গণহত্যার শিকার অবরুদ্ধ, ক্ষুধার্ত এবং বোমা হামলার শিকার জনগোষ্ঠীর কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার সময় ইসরাইলকে তাদের নিরাপত্তা এবং কল্যাণের জন্য দায়ী বলে অভিহিত করে।

ইতালি : রোম, পিসা, ফ্লোরেন্স এবং তুরিন সহ শহরগুলিতে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে এসেছে এবং একটি প্রধান ইতালীয় শ্রমিক ইউনিয়ন শুক্রবার সরকারি ও বেসরকারি খাতে জাতীয় সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে, নৌবহর এবং গাজার জনগণের সাথে সংহতি প্রকাশ করে।
তুরস্ক : ইস্তাম্বুলে বিক্ষোভ শুরু হওয়ার সাথে সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে ‘সন্ত্রাসবাদের কাজ’ বলে অভিহিত করেছে।

কলম্বিয় া: প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাধাদানকে ‘আন্তর্জাতিক অপরাধ’ বলে অভিহিত করেছেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার শান্তি পরিকল্পনার উপর সন্দেহ প্রকাশ করেছেন, এটিকে ‘ক্ষুধার্ত মানুষের মৃত্যু নিয়ে একটি শান্তি পরিকল্পনা’ বলে অভিহিত করেছেন।

ব্রিটেন : পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যে তারা আশা করে যে পরিস্থিতি নিরাপদে সমাধান হবে। ‘বহরের সাহায্য নিরাপদে গাজায় পৌঁছে দেওয়ার জন্য মাঠ পর্যায়ের মানবিক সংস্থাগুলির কাছে হস্তান্তর করা উচিত,’ একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন।

পাকিস্তান : ‘এই বর্বরতার অবসান হওয়া উচিত,’ প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ‘শান্তিকে একটি সুযোগ দিতে হবে এবং মানবিক সাহায্য প্রয়োজনে পৌঁছাতে হবে।’

মালয়েশিয়া : ফিলিস্তিনের গাজামুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় ইসরাইলি হামলা ও স্বেচ্ছাসেবকসহ বেশ কয়েকটি জাহাজ আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ নিন্দা জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, একটি মানবিক মিশনকে বাধা দিয়ে ইসরাইল কেবল ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতিই নয়, বরং বিশ্বের বিবেকের প্রতিও চরম অবজ্ঞা প্রদর্শন করেছে। এই ফ্লোটিলা সংহতি, সহানুভূতি এবং অবরুদ্ধ মানুষদের জন্য আশার প্রতীক ছিল।

স্পেন : গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী নৌবহর আটকে দেয়ার ঘটনায় ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেছে স্পেন। গতকাল দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী জানান, মাদ্রিদে নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছি। ওই নৌবহরে স্পেনের ৬৫ জন নাগরিক ভ্রমণ করছেন বলেও জানান তিনি।

বেলজিয়াম : বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট ইসরাইল কর্তৃক গাজায় ত্রাণবাহী নৌবহর আটকের ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়েছেন এবং বলেছেন যে, তিনি ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেছেন। ‘যেভাবে তাদের আটক করা হয়েছিল এবং আন্তর্জাতিক জলসীমায় তাদের এ পদক্ষেপ অগ্রহণযোগ্য, তাই আমি রাষ্ট্রদূতকে তলব করেছি,’ প্রিভোট রাজনীতিবিদদের বলেন।

অ্যামনেস্টি : অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধান এক বিবৃতিতে বলেন, ইসরাইলের ফ্লোটিলা আটকানো ছিল ্রপরিকল্পিতভাবে ভয় দেখানোর কাজগ্ধ। তিনি বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকানো ছিল ্রপরিকল্পিতভাবে ভয় দেখানোর কাজগ্ধ যা ্রইসরাইলের গণহত্যা এবং গাজায় তার বেআইনি অবরোধের সমালোচকদের শাস্তি দেয়া এবং নীরব করার উদ্দেশ্যে করা হয়েছিল।গ্ধ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ফ্লোটিলা আটকে দেওয়া এবং এর ক্রুদের আটকে দেওয়া ছিল ্রসম্পূর্ণ শান্তিপূর্ণ মানবিক মিশন পরিচালনাকারী সংহতি কর্মীদের উপর একটি নির্লজ্জ আক্রমণগ্ধ।

ইউরোপীয় গ্রিন পার্টি : ইউরোপীয় গ্রিন পার্টি গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের ‘তীব্র নিন্দা’ জানিয়েছে। এক বিবৃতিতে, গ্রিনের সহ-সভাপতি ভুলা সেতসি বলেছেন যে মানবিক সাহায্য আটকে দেওয়া এবং ‘স্বাধীন পর্যবেক্ষকদের নীরব করা অগ্রহণযোগ্য’। ‘এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। আমরা ইইউ প্রতিষ্ঠান এবং জাতীয় সরকারগুলিকে জাহাজে থাকা সকলের নিরাপত্তা এবং মুক্তি নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই,’ সেতসি বলেন। ‘আমরা গাজার বেসামরিক জনগণের কাছে জীবন রক্ষাকারী সহায়তা জরুরিভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানাই। আমরা একটি তাৎক্ষণিক এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানাই – এবং এটি নিশ্চিত করার জন্য ইইউ প্রতিষ্ঠানগুলিকে তাদের ভূমিকা পালন করতে হবে। ইসরাইলি সরকারকে তার সহিংসতা এবং গণহত্যার জন্য জবাবদিহি করতে হবে।’

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। এ ছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। বর্তমানে বহরটিতে ৪০টি বেশি নৌযান রয়েছে।

সূত্র : আল জাজিরা, সিএনএন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com