শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
মিথ্যা ও অপতথ্য দিয়ে দিরাই থানায় মামলা করার প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে শনিবার সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। দিরাই উপজেলা জমিয়তের কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সদ্য সাবেক সাধারণ সম্পাদক (দায়িত্বরত) জিয়াউল করীম।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরী, দিরাই উপজেলা জমিয়তের অর্থ সম্পাদক মাওলানা নূর আলী রায়হান, দিরাই পৌর ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাসান আহমাদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কয়েছ আহমদ তালুকদার।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, গত ৪ তারিখ কথিত শিশির মনির কর্তৃক ধর্ম অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে দিরাইয়ের সর্বস্তরের জনতার ব্যানারে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ ব্যানারকে μস চিহ্ন দিয়ে বর্তমানে উলুকান্দি নিবাসী হিফজুর রহমানের ছোট ছেলে সাইফুর রহমান ব্যানারকে μস চিহ্ন দিয়ে সে সর্বস্তরের জনতা না লিখে ‘বিএনপি ও তার সহযোগীরা সর্বস্তরের জনতাকে নিয়ে দালালী করবেন না’ ইত্যাদি।
তার এই পোস্ট দ্বারা অনেকেই ব্যতীত হয়েছেন। অনেকে তাকে পথভ্রষ্ট আখ্যা দিয়েছেন, অনেকে তার এবং তার পারিবারিক ইতিহাস খুজে বের করেছেন ইত্যাদি। কিন্তু আমরা তার সাথে চলার সুবাদে এহেন কার্যকলাপ মেনে নিতে কষ্ট হচ্ছিলো, তাই তার সবচেয়ে ঘনিষ্ঠ মাওলানা সালেহ মূসাকে দিয়ে বারবার বুঝানোর পরও যখন বুঝতে চাচ্ছিলো না, তখন আমরা বাধ্য হয়ে অভিভাবক হিসেবে তার পিতা হিফজুর রহমানের কাছে বিস্তারিত তুলে ধরি। সংবাদ সম্মেলনে তারা উল্লেখ করেন, হিফজুর রহমানের সাথে আলোচনাগুলো আমাদের কাছে রেকর্ড রয়েছে। এরপর জানতে পারি, আমরা নাকি তাকে নানা ধরণের হুমকি-ধমকি দিয়ে দিয়েছি। এতে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গত ৪ অক্টোবর আমাদের ৫ জনের নাম উল্লেখ করে দিরাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। বিষয়টি শুনে আমরা হতভম্ব হয়ে যাই। পরবর্তীতে গত ৮ অক্টোবর এ জিডিটি তিনি প্রত্যাহারও করে নেন।
এদিকে কথিত এমরান হোসাইন পরিচালিত ‘ইউরো ভিশন নিউজ ২৪ ডটকম’ নামে নাম সর্বস্ব একটি অনলাইন মাধ্যমে গত ৭ অক্টোবর আনুমানিক রাত ১১টায় ‘দিরাইয়ে ছাত্র জমিয়ত নেতাদের হুমকি-নিরাপত্তা চেয়ে প্রবাসীর বাবার থানায় আশ্রয়’ শিরোনামে ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট ও প্রকাশ করেন। আদর্শবাহী সংগঠন ছাত্র জমিয়তকে জড়িয়ে প্রকাশিত রিপোর্টটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা স্পষ্টতই সাদাকে সাদা, আর কালোকে কালো, দুধকে দুধ এবং পানিকে পানি বলি, এটাই আমাদের আদর্শ। বুলেটের সামনে বুকপেতে দাঁড়িয়ে সত্যটাই বলে আসি-এটাই আমাদের শতাব্দীর ইতিহাস।
ছাত্র জমিয়তকে জড়িয়ে দিরাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের ও এ সংক্রান্ত প্রকাশিত রিপোর্টটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট হওয়ায় আমরা এর তীব্র নিন্দা জানাই। সাথে সাথে গঠনমূলক সাংবাদিকতার আশা প্রকাশ করছি।
অন্যদিকে দিরাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করার পর তা গত ৮ অক্টোবর প্রত্যাহার করে নেন বাদি হিফজুর রহমান। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, দিরাই থানায় আমি জিডি করেছি, তবে এখন পর্যন্ত প্রত্যাহার করিনি। এক প্রশ্নের জবাবে তিনি তার স্বাক্ষর জাল করে প্রত্যাহার করার বিষয়টির চ্যালেঞ্জ করেন।