বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের

লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের

amarsurma.com
লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
সুনামগঞ্জের দিরাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে আমন আবাদ কম হলেও কৃষক ও সংশ্লিষ্টরা ব্যক্ত করছেন বাম্পার ফলনের আশা। এ বছর উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিলো দুই হাজার ৭৪০ হেক্টর, আর আবাদ হয়েছে দুই হাজার ৭০৬ হেক্টর। আর তাতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত হাজার ১৭৮ মেট্রিকটন (চাল) ও ১০ হাজার ৭৬৮ মেট্রিকটন (ধান), এরমধ্যে উফসী ছয় হাজার ৯২৩ ও স্থানীয় ২৫৫ মেট্রিকটন (চাল) এবং উফসী ১০ হাজার ৩৮৫ ও স্থানীয় ৩৮৩ মেট্রিকটন (ধান)।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলায় আমন আবাদের মোট লক্ষ্যমাত্রা ছিলো দুই হাজার ৭৪০ হেক্টর, এরমধ্যে উফসী দুই হাজার ৫২০ হেক্টর ও স্থানীয় ২৩০ হেক্টর। আর আবাদ হয়েছে মোট দুই হাজার ৭০৬ হেক্টর, এরমধ্যে উফসী দুই হাজার ৫৩৬ হেক্টর ও স্থানীয় ১৭০ হেক্টর। উফসী লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হলেও কমেছে স্থানীয় জাতের ধানের আবাদ।
সূত্র মতে, চরনারচর ইউনিয়নের চরনারচর ব্লকে আমন আবাদের মোট লক্ষ্যমাত্রা ছিলো দুইশ হেক্টর, এরমধ্যে উফসী ১৮০ ও স্থানীয় ২০ হেক্টর। আবাদ হয়েছে উফসী ১৮৬ ও স্থানীয় ১৪ হেক্টর। শ্যামারচর ব্লকে আমন আবাদের মোট লক্ষ্যমাত্রা ছিলো ৩০ হেক্টর, এরমধ্যে উফসী ২০ ও স্থানীয় ১০ হেক্টর। আবাদ হয়েছে উফসী ২৩ ও স্থানীয় সাত হেক্টর। রাজানগর ইউনিয়নের রাজানগর ব্লকে আমন আবাদের মোট লক্ষ্যমাত্রা ছিলো ৪৬০ হেক্টর, এরমধ্যে উফসী ৪৩০ ও স্থানীয় ৩০ হেক্টর। আবাদ হয়েছে উফসী ৪৪০ ও স্থানীয় ২০ হেক্টর। রন্নারচর ব্লকে আমন আবাদের মোট লক্ষ্যমাত্রা ছিলো ১৭০ হেক্টর, এরমধ্যে উফসী ১৪৮ ও স্থানীয় ২২ হেক্টর। আবাদ হয়েছে উফসী ১৫৫ ও স্থানীয় ১৫ হেক্টর। ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর ব্লকে আমন আবাদের মোট লক্ষ্যমাত্রা ছিলো ২২০ হেক্টর, এরমধ্যে উফসী ২০৫ ও স্থানীয় ১৫ হেক্টর। আবাদ হয়েছে উফসী ২১০ ও স্থানীয় ১০ হেক্টর। করিমপুর ইউনিয়নের বদলপুর ব্লকে আমন আবাদের মোট লক্ষ্যমাত্রা ছিলো ৩৯৫ হেক্টর, এরমধ্যে উফসী ৩৭৫ ও স্থানীয় ২০ হেক্টর। আবাদ হয়েছে উফসী ৩৮০ ও স্থানীয় ১৫ হেক্টর। সাকিতপুর ব্লকে আমন আবাদের মোট লক্ষ্যমাত্রা ছিলো ১০৫ হেক্টর, এরমধ্যে উফসী একশ ও স্থানীয় পাঁচ হেক্টর। লক্ষ্যমাত্রা অনুযায়ী আবাদ হয়েছে এই ব্লকে। তাড়ল ইউনিয়নের বাউসী ব্লকে আমন আবাদের মোট লক্ষ্যমাত্রা ছিলো ২০ হেক্টর, এরমধ্যে উফসী ১৭ ও স্থানীয় তিন হেক্টর। অনুরূপ লক্ষ্যমাত্রা অনুযায়ী আবাদ হয়েছে এ ব্লকে। কুলঞ্জ ইউনিয়নের কুলঞ্জ ব্লকে আমন আবাদের মোট লক্ষ্যমাত্রা ছিলো ৪৪৫ হেক্টর, এরমধ্যে উফসী ৪০৩ ও স্থানীয় ৪২ হেক্টর। আবাদ হয়েছে উফসী ৩৯০ ও স্থানীয় ৩৫ হেক্টর। গলিশাল ব্লকে আমন আবাদের মোট লক্ষ্যমাত্রা ছিলো ২৩৫ হেক্টর, এরমধ্যে উফসী ২০৩ ও স্থানীয় ৩২ হেক্টর। আবাদ হয়েছে উফসী ১৯৫ ও স্থানীয় ২৬ হেক্টর। জগদল ইউনিয়নের নগদীপুর ব্লকে আমন আবাদের মোট লক্ষ্যমাত্রা ছিলো ৫০ হেক্টর, এরমধ্যে উফসী ৪৪ ও স্থানীয় ছয় হেক্টর। আবাদ হয়েছে উফসী ৪৫ ও স্থানীয় পাঁচ হেক্টর। সরমঙ্গল ইউনিয়নের কল্যাণী ব্লকে আমন আবাদের মোট লক্ষ্যমাত্রা ছিলো ২০৫ হেক্টর, এরমধ্যে উফসী ১৯০ ও স্থানীয় ১৫ হেক্টর। আবাদ হয়েছে উফসী ১৯৫ ও স্থানীয় ১০ হেক্টর। দিরাই পৌরসভায় আমন আবাদের মোট লক্ষ্যমাত্রা ছিলো ২০৫ হেক্টর, এরমধ্যে উফসী ১৯৫ ও স্থানীয় ১০ হেক্টর। আবাদ হয়েছে উফসী দুইশ ও স্থানীয় পাঁচ হেক্টর।
এদিকে উফসী আবাদ হয়েছে দুই হাজার ৫৩৬ হেক্টর, এরমধ্যে ব্রি-আর-১১ আবাদ হয়েছে ৩২৬ হেক্টর, ব্রি-আর-২২ আবাদ হয়েছে ৩২০ হেক্টর, ব্রি-আর-২৩ আবাদ হয়েছে ৩০ হেক্টর, ব্রি-ধান-৩২ আবাদ হয়েছে ৯০ হেক্টর, ব্রি-ধান-৩৯ আবাদ হয়েছে ১৬০ হেক্টর, ব্রি-ধান-৪৯ আবাদ হয়েছে ২৬০ হেক্টর, ব্রি-ধান-৫১ আবাদ হয়েছে ১১০ হেক্টর, ব্রি-ধান-৫২ আবাদ হয়েছে ১১০ হেক্টর, ব্রি-ধান-৭৫ আবাদ হয়েছে ৩৩০ হেক্টর, ব্রি-ধান-৮৭ আবাদ হয়েছে ৩২০ হেক্টর, ব্রি-ধান-৯০ আবাদ হয়েছে একশ হেক্টর, ব্রি-ধান-৯৩ আবাদ হয়েছে ৭০ হেক্টর, ব্রি-ধান-৯৪ আবাদ হয়েছে ১৫০ হেক্টর, ব্রি-ধান-৯৫ আবাদ হয়েছে ২০ হেক্টর, বিনা-৭ আবাদ হয়েছে ৬০ হেক্টর, বিনা-১৭ আবাদ হয়েছে ৬০ হেক্টর, বিনা-২০ আবাদ হয়েছে ১০ হেক্টর, বিনা-২২ আবাদ হয়েছে ১০ হেক্টর।
অন্যদিকে স্থানীয় জাতের ধান আবাদ হয়েছে ১৭০ হেক্টর, এরমধ্যে চেগেড়মুড়ি ৮০ হেক্টর, মালতি ৪০ হেক্টর, লতিশাইল ৩০ হেক্টর, পাজাম ২০ হেক্টর।
দিরাই উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী জানান, এ বছর আমনের আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। শেষ সময়ে একটি বৃষ্টি হওয়ার কারণে গতবারের চেয়ে ভালো ফলন হয়েছে। বড় ধরণের কোনো রোগ-বালাই হয়নি। ইতিমধ্যে আমন ধান কর্তন শুরু হয়ে গেছে বলেও তিনি জানান।amarsurma.com

লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com