বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সিলেটসহ সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী বুধবার বেলা ১টা ২০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬। সুনামগঞ্জের কাছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। কম্পনের মাত্রা মৃদু হওয়ায় বেশিরভাগ মানুষ তা অনুভব করতে পারেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ভূমিকম্পের কথা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন।