শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: মঙ্গলবার বাদ আসর সুনামগঞ্জের জামতলা জামে মসজিদের সামন থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ পৌর ও সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে জেলা জমিয়তের কর্মসূচির অংশ হিসেবে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর নির্মম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সদর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওয়াহহাবের সভাপতিত্বে ও জেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি এম আব্দুল হাফিজের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আলীনূর আরপিননগরী, পৌরসভা জমিয়তের সভাপতি মাওলানা মুহিবুর রহমান চৌধুরী, জমিয়ত নেতা হাফিজ আতাউর রহমান লস্কর, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রুকন উদ্দিন, পৌরসভা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রফিক আহমদ, জমিয়ত নেতা মাওলানা মুফিজুর রহমান, দোয়ারাবাজার উপজেলা যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম, সদর জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল বাসিত, মাওলানা শিহাব উদ্দিন, সদর জমিয়তের যুগ্ম-সম্পাদক মাওলানা মিজানুর রহমান, পৌর জমিয়তের যুগ্ম-সম্পাদক মাওলানা তায়েফ আহমদ, সদর জমিয়তের সহ-সম্পাদক মাওলানা রমজান হুসাইন, পৌর যুব জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাওলানা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজ যুবায়ের আহমদ, পৌর ছাত্র জমিয়তের আহ্বায়ক তারেক আহমদ চৌধুরী, সদর উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি হাফিজ সুহাইল আহমদ ইয়াহইয়া।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী বলেন, বিশ্ব মুসলিম আজ মর্মাহত ও নিপিড়ীত। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে চলছে ইতিহাসের ন্যাক্কারজনক মুসলিম হত্যা। রোহিঙ্গাদের উপর বর্বরোচিত হামলায় বিশ্ববিবেক নিরব। তিনি জাতিসংঘের পক্ষ থেকে হামলা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানান। সদর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওয়াহহাবের মুনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল সমাপ্তি ঘোষণা করা হয়।