শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন
হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে কৃষক হাসান আলী ভূট্টো হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার রাতে থানায় ইউপি সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ রাত ১টার দিকে ওই হত্যা মামলায় ১ আসামী গ্রেফতার করেছে। জানা গেছে, উপজেলার পলাশ ইউনিয়নের কেজাউড়া গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে কৃষক হাসান আলী ভূট্টোকে (৪৫) দুর্বত্তরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে সোমবার লাশ খালে ফেলে রেখে যায়। পরদিন মঙ্গলবার পুলিশ লাশ উদ্ধার করে। বিশ^ম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোঃ মনির হোসেন জানান, হত্যাকাণ্ডের শিকার হাসান আলী ভূট্টোর ছেলে আজহারুল ইসলাম বাদী হয়ে বুধবার রাতে কেজাউড়া গ্রামের হরমুজ আলীর ছেলে পলাশ ইউপি সদস্য আবদুল কাদির, তার ছেলে জাকির হোসেন, হুমায়ুন কবির কাজল, মামুনুর রশীদ, একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মারফত আলী, মৃত আবদুর রহমানের ছেলে আক্কাছ আলী, মাহতাব উদ্দিনের ছেলে মফিজুর রহমান, তেলিকোনা গ্রামের আবদুল হামিদের ছেলে ফয়জুর রহমান ফুজু ও নজুম উদ্দিনের ছেলে আবদুল্লাহ, পলাশ গাঁওয়ের মকবুল মিয়ার ছেলে হারিছ মিয়া, মেরুয়াখলা গ্রামের আলিম উদ্দিনের ছেলে শামছুদ্দিনসহ অজ্ঞাত ৬ থেকে ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ওই হত্যা মামলায় কেজাউড়া গ্রামের এজাহার নামীয় আসামী মারফত আলীকে বুধবার রাতে গ্রেফতার করেছে।