শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:১২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: যুক্তরাজ্যস্থ সমাজ সেবামূলক সংগঠন দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সার্বিক তত্ত্বাবধানে হতদরিদ্র মহিলাদের স্বাবলম্ভী করার লক্ষ্যে শতাধিক মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে দিরাই উপজেলা গণমিলনায়তন হলে এসোসিয়েশনের সভাপতি সামছুল হক চৌধুরীর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক আতিকুর রহমান রুবেল, সাংবাদিক মুজাহিদুল ইসলাম সরদারের যৌথ সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিরাই পৌরসভা মেয়র মোঃ মোশাররফ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া, এসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল লতিফ জেপি, মাওলানা শুয়াইব আহমদ, আলহাজ্ব সিরাজ মিয়া, সহ-সভাপতি আশিক মিয়া, সাবেক সহ-সভাপতি মোঃ হারুন মিয়া, সিনিয়র সদস্য আমিরুল হক, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউর রহমান জিয়া, সদস্য আব্দুল গফফার, সমাজ সেবক তেরাজ উদ্দিন নাজীফ, বিশিষ্ট সাংবাদিক মুকিত রহমানি, সাংবাদিক হাবিবুর রহমান তালুকদার, সামছুল ইসলাম সরদার, সাংবাদিক জিয়াউর রহমান লিটন। বক্তব্য রাখেন সুপ্রিমকোর্টের আইনজীবি ইকবাল হোসেন চৌধুরী, মাওলানা গিয়াস উদ্দিন, ছাত্রনেতা জুনায়েদ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের এলাকার প্রভাবশালীরা জীবন-জীবিকার তাগিদে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করলেও তাদের মন পড়ে থাকে নিজ জন্মভূমিতে, তাই তো তারা একটু সময় পেলেই মনের টানে চলে আসেন আমাদের মাঝে, এগিয়ে আসেন হতদরিদ্র মানুষের কল্যাণে, আজকের অনুষ্ঠান তারই বাস্তব উদাহরণ। এ এসোসিয়েশনটি জন্মলগ্ন থেকে দিরাই-শাল্লার গরীব-দুঃখি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে তাদের সেবামূলক কাজ অব্যাহত থাকুক এটা আমাদের প্রত্যাশা।