রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জে কর্মরত সাংবাদিকরা স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন। উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় দৈনিকের সাংবাদিকদের যথাযথ মুল্যায়ন না করায় প্রেসক্লাবে সভা করে সাংবাদিকরা মহান স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠান বর্জন করে পৃথক কর্মসূচি পালন করার সিদান্ত গ্রহণ করেন। জানা যায়, গত মহান বিজয় দিবসে জামালগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের যথাযথ মূল্যায়ন না করায় সাংবাদিকরা অনুষ্ঠান বর্জন করে পৃথক কর্মসূচি পালন করেন। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের যথাযথ মূল্যায়ন করার কথা থাকলেও অদ্যাবধি পর্যন্ত জামালগঞ্জ প্রেসক্লাবকে মূল্যায়ন করা হয়নি। গত সোমবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভায়ও জামালগঞ্জে কর্মরত বিভিন্ন সাংবাদিকদেরকে মূল্যায়ন করা হয়নি। এ কারণে সাংবাদিকরা সরকারী কর্মসূচি বর্জন করে পৃথক কর্মসূচি ঘোষণা করেন।
এ বিষয়ে জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ বলেন, অতীতে জামালগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদেরকে প্রশাসন মূল্যায়ন করে আসলেও বর্তমানে যথাযথ মূল্যায়ন না করার কারণে সকল সাংবাদিকরা অনুষ্ঠান বর্জনের করে পৃথক কর্মসূচির সিদান্ত গ্রহণ করা হয়েছে। জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ বলেন, জামালগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদেরকে যথাযথ মূল্যায়ন না করায় সকল সাংবাদিকরা সভা করে সরকারি অনুষ্ঠান বর্জন করে পৃথক অনুষ্ঠান করার সিদান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সকল মুক্তিযোদ্ধারা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করে পৃথক অনুষ্ঠান করে আসছেন।