বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, জামালগঞ্জ (সুনামগঞ্জ): জামালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড বিকাল ৩টায় স্বাধীনতা দিবস যথাযথাভাবে পালনের নিমিত্তে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট আসাদ উল্লাহ সরকারের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথমেই শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সরকারি অনুষ্ঠানে বিতর্কিত উপজেলা চেয়ারম্যান জাতীয় পতাকা উত্তোলন বা অনুষ্ঠানে থাকলে আমরা বীর মুক্তিযোদ্ধাগণ অনুষ্ঠান বর্জন করবই করব বলে সবাই একমত পোষণ করেন। মুক্তিযোদ্ধা কমান্ডার পরিষদের সবাইকে নিয়ে গণমাধ্যম কর্মীদের সামনে প্রেসব্রিফিংএ বলেন, যাদের সাথে যুদ্ধ করে লাল-সবুজের পতাকা ছিনিয়ে এনেছি, সেই দালাল রাজাকার পতাকা তুলবে, আমরা চেয়ে চেয়ে দেখব তা হতে পারেনা। উপজেলা পরিষদ চেয়ারম্যান ঝুনু মিয়া মুক্তিযোদ্ধ চলাকালীন সময়ের বাপ-বেটার নানা অপকর্মের কথা তুলে ধরেন কারণ তিনি হলেন স্বাধীনতা বিরোধী। সভায় উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার, প্রচার কমান্ডার আব্দুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম-আহ্বায়ক জহির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মদরিছ, হেলাল, আব্দুর রশিদ প্রমুখ।