শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন
হাফিজুর রহমান আবু হানিফা, বিট রিপোর্টার (সদর) সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার বিজ্ঞ আলেমে দ্বীন, উলামাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সুদক্ষ তাফসীর কারক, পাকিস্তান সরকার স্বীকৃত মুফতি, পীরে কামেল ‘শায়খ ইসকন্দর আলী (রহ) স্মৃতি সংসদ’-এর কমিটি শুক্রবার বাদ জুমআ ঘোলেরগাঁও জামে মসজিদে মাওলানা শিব্বির আহমদ সাহেবের সভাপতিত্বে (উলুতুলু, ঘোলেরগাঁও, নোয়াগাঁও, কান্দাগাঁও) চার গ্রামের উলামায়ে কেরাম, ছাত্র ও যুবকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। কমিটিতে সর্বসম্মতিক্রমে উপদেষ্টা পদে মাওলানা এখলাছুর রহমান (উলুতুলু), মাওলানা শিব্বির আহমাদ (উলুতুল), মাওলানা আব্দুর রহমান (ঘোলেরগাঁও), হাফিজ মাওলানা বদরুল আলম (ঘোলেরগাঁও), মাওলানা তৈয়্যিবুর রহমাান চৌধুরী (উলুতুলু), মাওলানা তৈয়্যিবুর রহমান (নোয়াগাঁও), মাওলানা আব্দুল গফুর (নোয়াগাঁও), মাওলানা গোলাম মুস্তফা (ঘোলেরগাঁও), মাওলানা জুনায়েদ আহমদ (কান্দাগাঁও), হাফিজ ইলিয়াছ আহমদ (কান্দাগাঁও) মাস্টার গোলাম কিবরিয়া (কান্দাগাঁও) মাস্টার রফিকুল ইসলাম (নোয়াগাঁও) মাস্টার হোসাইন আহমদ (উলুতুলু), হাফিজ মনজুর আহমদ (কান্দাগাঁও), মেম্বার আব্দুল খালিক (উলুতুলু), মোঃ আকতার মিয়া (উলুতুলু) ও মোঃ জয়নাল আবেদীন বাকশাল (নোয়াগাঁও) নির্বাচিত করা হয়।
পরে উপস্থিতির সর্বসম্মতিতে যাদের নিয়ে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়, তারা হলেন সভাপতি মাওলানা আব্দুল মুক্তাদির (নোয়াগাঁও), সহ-সভাপতি মোঃ ফয়জুর রহমান (কান্দাগাঁও), মোঃ বশির আহমদ (ঘোলেরগাঁও), হাফিজ মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী (উলুতুলু), মোঃ শওকত মিয়া (উলুতুলু); সেক্রেটারি মাওলানা নূরুল আমীন (নোয়াগাঁও), সহকারি সেক্রেটারি হাফিজ হাফিজুর রহমান আবু হানিফা (ঘোলেরগাঁও), মাস্টার হাবিবুর রহমান (ঘোলেরগাঁও), মাওলানা খলিলুর রহমান (উলুতুলু); সাংগঠনিক সম্পাদক মাওলানা হারিছ উদ্দিন (কান্দাগাঁও), হাফিজ মাওলানা ছাদিকুর রহমান (কান্দাগাঁও), হাফিজ জসিম উদ্দিন (ঘোলেরগাঁও), ক্যাশিয়ার মেম্বার মুহিবুর রহমান (উলুতুলু), ডাঃ ইমাম হোসেন, (নোয়াগাঁও), প্রচার সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম (উলুতুলু), মোঃ আমিরুল ইসলাম (নোয়াগাও), মোঃ তৈয়্যিবুর রহমান (ঘোলেরগাঁও), মোঃ রিয়াজুল ইসলাম (কান্দাগাঁও) মোঃ বুরহান উদ্দিন (উলুতুলু)। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন মোঃ জাকারিয়্যা (উলুতুলু), মাওলানা মঈনুল ইসলাম (ঘোলেরগাঁও), মাওলানা ছালেহ আহমদ, (কান্দাগাঁও), মোঃ শাহআলম (উলুতুলু), মোঃ দুলাল মিয়া (নোয়াগাঁও), মোঃ মরল মিয়া (নোয়াগাঁও), মোঃ শামছুদ্দিন (ঘোলেরগাঁও), মোঃ আলমগীর (ঘোলেরগাঁও), মোঃ মাসুম আহমদ (ঘোলেরগাঁও), মোঃ মঈনুল ইসলাম (ঘোলেরগাঁও) ও মোঃ মিজানুর রহমান (নোয়াগাঁও)।