শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
চান মিয়া, বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): সুনামগঞ্জ জেলার ছাতকে আকস্মিক ঝড়-তুফানের কবলে পড়ে একটি পোল্ট্রি ফার্মের শেড লণ্ডভণ্ড হয়ে গেছে। ফলে কর্তৃপক্ষ অশেষ ক্ষতির সম্মুখিন হয়েছেন বলে জানা গেছে। জানা যায়, গত ২৫ মার্চ রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে পৌরসভার ২নং ওয়ার্ডের লাফার্জ কলোনী এলাকায় হাজি মো. মোস্তফা আনোয়ার এনাম ও মোস্তফা দিলোয়ার পারভেজের যৌথ পোল্ট্রি ফার্মের একটি শেড মারাত্মকভাবে তছনছ হয়ে গেছে। প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত শেডটি ঝড়-তুফানে ব্যাপক ক্ষতি করায় তারা এখন চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। ফলে দু’ভাইয়ের আত্মনির্ভরশীলতার লালিত স্বপ্ন এখন অঙ্কুরেই ঝরে যেতে বসেছে বলে ধারণা করা হচ্ছে। অনেক চেষ্টা ও টাকা ধার-করজের পর প্রায় চার হাজার মোরগের একটি শেড তৈরি করেন তারা। কিন্তু ঘটনার রাতে আকস্মিক তুফানে শেডের টিনের চাল উড়িয়ে নেয় এবং ঘরটিকে মাটির সাথে মিশিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। এতে ঘরের যাবতীয় টিন দুমড়ে-মুষড়ে নষ্ট হয়ে যায় এবং ঘরের সব মালামাল ব্যবহারের অনুপযোগি হয়ে পড়ে। এ ব্যাপারে মোস্তফা দিলোয়ার পারভেজ জানান, গভীর রাতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পোল্ট্রি শেডটি গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এর ক্ষতি পুষিয়ে নিতে চরম হতাশায় ভোগছেন বলে জানান তিনি।