বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারের দক্ষিণে ভাটিপাড়া রাস্তার পয়েন্ট থেকে জেলার দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজার পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে কয়েকটি ইউনিয়নের জনগণ প্রতিনিয়ত যাতায়াত করেন। যেমন ভাটিপাড়া, শিমুলবাক, রফিনগর ও ফেনারবাক ইউনিয়নসহ অত্র এলাকার জনগণ যাতায়াত করে। রাস্তাটির অবস্থা খুবই খারাপ। প্রতিদিন দুর্ঘটনা ঘটে যাচ্ছে। প্রায় একমাস যাবৎ বিচ্ছিন্নভাবে কিছু কিছু রাস্তার আংশিক কাজ শুরু হলেও তা কবে শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানেনা। এতে মানুষের বিড়ম্বনা আরো বাড়ছে। বিশেষ করে জনবহুল স্থান ভাটিপাড়া বাজার সংগ্লগ্ন চৌধুরী বাড়ির সামনে ব্যস্ততম রাস্তায় একটু বৃষ্টি হলেই প্রতিদিন লেগুনা, সিএনজি, মোটর সাইকেল, ট্রলি আটকা পড়ে। এলাকার জনগণ বৈশাখ মাস আসার আগেই রাস্তাটি যাতায়াতের উপযোগী করার জন্য জোর দাবি জানান।
বিঃ দ্রঃ-লেখাটি কাজী আবুতালিব নামের ফেইসবুক আইডি থেকে নেয়া, বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় সংশোধন করে প্রচার করা হলো।—সম্পাদক