রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৪:১১ পূর্বাহ্ন
চান মিয়া, বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ছাতকে বন্যা দূর্গত হাওর পরিদর্শন করেছেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মঞ্জুরুল হান্নান। বুধবার সকালে উপজেলার বিভিন্ন হাওর পরিদর্শন করেন তিনি। এ সময় সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক, সুনামগঞ্জ জেলা উপ-পরিচালক জাহিদুল ইসলাম, ছাতক উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একে বদরুল হক, আরিফ চৌধুরী ও আসিফ হোসাইনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মহাপরিচালক মঞ্জুরুল হাসান হাওরপাড়ের কৃষকদের সাথে মতবিনিময়কালে তাদের শান্তনার উদ্দেশ্যে সহজ শর্তে কৃষি ঋণসহ সরকারের বিভিন্ন সহায়তার আশ্বাস দেন। জানা গেছে, উপজেলার ৮৫ হাজার কৃষকের ১০ হাজার হেক্টর বোরো ফসল পানিতে তলিয়ে সাড়ে ৪শ’ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।