শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
রোকনুদ্দীন মাসুদ, চরনারচর (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: দিরাইয়ের শ্যামারচরে আকস্মিকভাবে চাল ও অন্যান্য দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাওহিদুজ্জামন পাভেলের নেতৃত্বে উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়্যারম্যান মোঃ গোলাপ মিয়া, শ্যামারচর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার এ.কে.এম.সুলতান মাহমুদ, শাহীন সুলতান আবুল, আজিজুর রহমান প্রমুখ। ভ্রাম্যমান আদালত আসার খবর পেয়ে অনেক অসাধু ব্যবসায়ীরাই দোকান বন্ধ করে পালিয়ে যান। বিশেষ করে চালের দোকানে কড়া নজরদারি করা হয়। তবে অখিল দাস (৪৪) নামক মিষ্টি বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়।