রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন
হাফিজুর রহমান আবুহানিফা, বিট রিপোর্টার (সদর) সুনামগঞ্জ: সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা শাহীনূর পাশা চৌধুরী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবির, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুকুট মিয়ার সাথে সৌজন্য সাক্ষাত মতবিনিময় সভা স্বারকলিপি প্রদান ও মানববন্ধন করেন। সোমবার দুপুর ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম ও উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবির জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট মিয়ার নিজ নিজ অফিসে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আলী নুর, জমিয়তে উলামায়ে ইসলাম দক্ষিণ সুনামগঞ্জ উপজলো শাখার নির্বাহী সভাপতি মাওলানা আফসার উদ্দিন, কাঠইর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি শামসুল ইসলাম, জমিয়ত নেতা মাওলানা কারী সিরাজুল ইসলাম, যুব জমিয়ত নেতা মাওলানা সাঈদ আহমদ, মাওলানা আবুল কালাম, মাওলানা আলী নুর, হাফিজুর রহমান আবু হানিফা, মাওলানা হাম্মদ আহমদ গাজীনগরী প্রমুখ।
মতবিনিময় সভায় শাহীনুর পাশা চৌধুরী সরকারকে কৃষক বান্ধব সরকার উল্লেখ করে বলেন, সুনামগঞ্জ জেলাসহ সকল প্লাবিত অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে কৃষকদের পুর্ণবাসনের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। দুপুর ২টায় সুনামগঞ্জের ট্রাফিক পয়েন্টে জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার ব্যানারে মানববন্ধন করেন। এতে উপস্হিত ছিলেন জেলা জমিয়ত সভাপতি মাওলানা আব্দুল বছির, সহ-সভাপতি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, সহ-সেক্রেটারি মাওলানা হাম্মাদ গাজীনগরী, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা আলীনুর, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুসতাক গাজীনগরী, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা জমিয়ত সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ, জেলা ছাত্র জমিয়ত সেক্রেটারি হাঃ ত্বোহা প্রমুখ।