শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: অপু বিশ্বাসের অভিযোগের পেছনে তৃতীয়পক্ষের হাত থাকার অভিযোগ করেছেন শাকিব খান। তিনি অপুর অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। মঙ্গলবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেন্ডেন্টে সরাসরি সাক্ষাৎকারে এসব কথা বলেন শাকিব খান। আবরাহাম খান জয়কে নিজের ছেলে ঘোষণা দিয়ে ঢাকাই সিনেমার নায়ক শাকিব বলেন, ছেলে মাশা আল্লাহ অনেক সুন্দর হয়েছে।
শাকিব বলেন, তিনি অপু কিংবা ছেলেকে অস্বীকার করছেন না। তবে এভাবে ছেলের পরিচয় দিতে চাননি। ছেলেকে এভাবে টেলিভিশনে অসহায়ের মতো বসে থাকতে দেখতে চাননি তিনি। তিনি চেয়েছিলেন ছেলে তারকার বাবার মতো উপস্থাপিত হবে। কিন্তু সেভাবে হয়নি। এরমধ্যে তৃতীয় পক্ষের ইন্ধনের ইঙ্গিত দিয়ে শাকিব বলেন, একটা সিনেমাকে কেন্দ্র করে গতকালের ঘটনাটা ঘটেছে।
শাকিব বলেন, অপু এখনই সিনেমা করতে চেয়েছিল। আমি তাকে বলেছিলাম তোমার ওয়েট কমাও। এখন তুমি অফ থাক। কিন্তু সে অফ হয়নি। অপু একটা ট্র্যাপে পড়ে এ কাজটা করেছে।’ এর আগে গতকাল অন্য একটি টেলিভিশন চ্যানেলে অপু বিশ্বাস ছেলে ও তার স্বীকৃতির দাবিতে কথা বলেন। এ সময় ছেলে আবরাহাম জয় তার সঙ্গে ছিল।
সাক্ষাৎকারে শাকিব বলেন, ‘আজকের বিষয়টি অশুভ বলব না। আজকের বিষয়টিও শুভ। ব্যাপরটা এমন নাও হতে পারত। ব্যাপারটা অনেক সুন্দর হতেও পারত। ব্যাপারটা যে এমন হবে তা আসলেই আমার কাম্য ছিল না। আমার ছেলেকে আমি অ্যাটলিস্ট এমনভাবে প্রেজেন্টেশন করতে চাইনি। আমি চেয়েছি আমার ছেলেকে শাকিব খানের মতো আসবে, সেই সাথে তার আসাটাও যেন সেই রকম হয়।’
পারবারিক ঝামেলার কথা স্বীকার করে শাকিব বলেন, ‘পারিবারিক একটা ঝামেলা ছিল হয়তো, তার কারণেই এমনটা হয়েছে। আমার আব্রাহাম খানের জন্যই আমি অনেক কিছু মেনে নিয়েছি। অনেক কিছু বলতে চেয়েও আমি আব্রাহামের জন্য বলতে পারিনি। বিকজ আই লাভ মাই সন। আর মাশাল্লাহ আমার ছেলে দেখতে অনেক সুন্দর হয়েছে।’
অপু বিশ্বাসের স্ত্রীর মর্যাদার বিষয়ে শাকিব বলেন, ‘অপু বিশ্বাস যেহেতু আমার ছেলের মা, অফকোর্স সে আমার স্ত্রীও। আমার সন্তানের মা হিসেবে তার অবস্থানটাও অনেক উপরে।’
কিন্তু সোমবারের অপুর সাক্ষাৎকারের পেছনে তৃতীয় পক্ষের হাত থাকার ইঙ্গিত করেন শাকিব। বলেন, ‘বাট সাম হাউ সেটা অপুই খুব ভালো জানে। যেহেতু আমার অবস্থানটা অনেক উপরে সেই কারণে অনেক সিনিয়র মানুষ বলেছে এই ধরনের মানুষদের অদৃশ্য কিছু শক্তি থাকে। অশুভ শক্তি কাজ হলো কীভাবে মানুষকে হেয় করা যায়, কীভাবে তার পজিশনকে নষ্ট করা যায়। আর সেই কাজগুলো তো কাছের মানুষদের দিয়েই করে।’