মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সুনামগঞ্জে বোরো ফসলডুবিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে মামলা দায়ের

সুনামগঞ্জে বোরো ফসলডুবিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে মামলা দায়ের

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে: সুনামগঞ্জের হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ নিমার্ণের টাকা লুটপাটের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে জেলা আইনজীবী সমিতির সভা কক্ষে আইনজীবী সমিতির আয়োজনে সোমবার এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী বরাবর জেলা আইনজীবী সমিতির স্বাক্ষর সংম্বলিত স্মারকলিপি প্রেরণে পুর্বক সুনামগঞ্জের বোরো ফসলহানীর ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা, ঠিকাদার ও পিআইসির লোকজনের ও শাস্তি এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) আইনজীবী সমিতির পক্ষ থেকে মামলা দায়ের করার সিন্ত গৃহিত হয়। এছাড়াও আইনজীবী সমিতির নেতৃবৃন্ধ প্রধানমন্ত্রী বরাবর প্রেরিত স্মারকলিপিতে সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণারও দাবি জানাবেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শায়েখ আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, সাবেক সভাপতি সৈয়দ শামছুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনুর আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল হক, অ্যাডভোকেট মতিয়া বেগম, অ্যাডভোকেট মাসুক আলম প্রমুখ। এছাড়াও সভায় ক্ষতিগ্রস্ত কৃষকদের রেশনিং কার্ড, ভিজিডি, ভিজিএফের ব্যবস্থা, কৃষিঋণ মওকুফ এবং সহজ শর্তে কৃষি ঋণ দেওয়ার দাবিও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com